Sunil Gangopadhyay was born on 7 September, 1934. His poems I like very much. An innocent statement prevails his poems and that is the essence I like. Neera is the woman for whom he had written so many poems - although imaginary one this 'Neera'. Below, one of his famous poem I like, 'Suddenly for Nira.' . হঠাৎ নীরার জন্য বাস স্টপে দেখা হলো তিন মিনিট, অথচ তোমায় কাল স্বপ্নে বহুক্ষণ দেখেছি ছুরির মতো বিঁধে থাকতে সিন্ধুপারে–দিকচিহ্নহীন – বাহান্ন তীর্থের মতো এক শরীর, হাওয়ার ভিতরে তোমাকে দেখছি কাল স্বপ্নে, নীরা, ওষধি স্বপ্নের নীল দুঃসময়ে। দক্ষিণ সমুদ্রদ্বারে গিয়েছিলে কবে, কার সঙ্গে? তুমি আজই কি ফিরেছো? স্বপ্নের সমুদ্র সে কী ভয়ংকর, ঢেউহীন, শব্দহীন, যেন তিনদিন পরেই আত্মঘাতী হবে, হারানো আঙটির মতো দূরে তোমার দিগন্ত, দুই উরু ডুবে কোনো জুয়াড়ির সঙ্গিনীর মতো, অথচ একলা ছিলে, ঘোরতর স্বপ্নের ভিতরে তুমি একা। এক বছর ঘুমোবো না, স্বপ্নে দেখে কপালের ঘাম ...
The City of Joy 'KOLKATA' one of the oldest city of India. Its lifestyle, festivals, flavours, characteristics and colours are depicting in my blog. You can grab the hue of a heritage city in this blog ASIM BANDO'S KOLKATA BLOG