Posts

Showing posts with the label Purana

Koushiki Amabasya Puja 2021

This year, 7 September (21 Bhadra, in Bengali) is the day of Koushiki Amabasya Puja. The Amabasya will stay from 7:07 am on 7 September to 6:36 am next day, i.e. 8 September. It says that, on this day, Bamdeb of Tarapith achieved 'siddhi' sitting under the 'shwet shimul' tree (শ্বেত শিমূল) at 'মহাশ্মশান' and since then it is called Koushiki Amabasya to commemorate the achievement of Bama khyapa (বামাখ্যাপা)। বিশেষ এই তিথিতে তারাপীঠে মায়ের বিশেষ পুজোর আয়োজন হয়। এদিন অমাবস্যা তিথি শুরু হলেই মায়ের রাজবেশ সহকারে রাতে মায়ের পুজো করা হয়।  পুরাণে কথিত আছে, অসুরের অত্যাচার থেকে উদ্ধারের জন্য স্বর্গের দেবতারা মহামায়ার তপস্যা শুরু করেন। আরাধনায় সন্তুষ্ট হয়ে মহামায়া দেবী মানস সরোবরের জলে স্নান করে কালো রং ত্যাগ করে কৃষ্ণবর্ণা দেবী কৌশিকীর রূপ ধারণ করেন। সেই রূপেই দেবী শুম্ভ নিশুম্ভ নামের দুই অসুরকে বধ করে দেবতাদের রক্ষা করেন এই তিথিতেই। সেই থেকেই পাপের বিনাশ করার জন্য তারাপীঠ সহ নানান পীঠস্থানে কৌশিকী রূপে পুজো করা হয়, মা কে। On this day, a special puja is performed at ...