জন্মাষ্টমী পুজোর শুভক্ষণ-রোহিণী নক্ষত্র
রোহিনী নক্ষত্র শুরু- ৩০ অগস্ট, সোমবার সকাল ৬টা ৩৯ মিনিটে।
রোহিণী নক্ষত্র শেষ- ৩১ অগস্ট, মঙ্গলবার সকাল ৯টা ৪৪ মিনিট।
রোহিণী নক্ষত্রে জন্মাষ্টমী পুজোর শুভক্ষণ
৩০ অগস্ট, রাত ১১টা ৫৯ মিনিট থেকে ১২টা ৪৪ মিনিট পর্যন্ত পুজোর শুভক্ষণ। ৩০ অগস্ট রাত ১টা ৫৯ মিনিট পর্যন্তই রোহিণী নক্ষত্র থাকবে। তাই ৩০ অগস্টই জন্মাষ্টমী পালিত হচ্ছে। এই সময় অনুযায়ী ৪৫ মিনিটের মধ্যে পুজো সম্পন্ন করতে হবে।
জন্মাষ্টমী ব্রতভঙ্গের সময়
৩১ অগস্ট সকাল ৯টা ৪৪ মিনিটের পর পারণ করা যাবে।
Ashtami Tithi starts at 11:25 pm on 29 August Sunday and will end at 1:59 am on 30th August Monday.
Rohini Nakshatra is the auspicious moment of Janmastami puja. And the time of Rohini Nakshatra is from 30 August Monday at 06:39 am. to 31 August Tuesday at 09:44 am.
The best time of puja in Rohini Nakshatra is from 11:59 pm to 12:44 am on 30 August.
Rohini Nakshatra will stay upto 1:59 am of 30th August, so, it will better to perform puja within 45 minutes on 30th August.
And this is the schedule of Sri Krishna Janmastami of this year i.e. in 2021 and it is the best time of Janmastami puja./
Comments